সেনাসদস্যের মৃত্যু: সিসিকের প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।কোতয়ালি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের গণমাধ্যম কর্মীদের মামলার তথ্য নিশ্চিত করে বলেন, ৩ জুন শনিবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে অবহেলাজনিত কারণে কোতয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু’জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোং-–এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন, ক্রেনচালক মো. সাদেক। ঠিকাদারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও ঠিকাদারকেও আসামী করা হয়েছে।এরআগে শনিবার বিকেল ৩টার দিকে বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন নামে এক সেনাসদস্য আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। এদিকে এ ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আসামী হওয়ায় তদন্ত কমিটি থেকে বাদ ২ কর্মকর্তা এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি রাতেই পুনঃগঠন করা হয়েছে। মামলার আসামী হওয়ায় কমিটি থেকে ২ কর্মকর্তাকে বাদ দিয়ে নতুন সদস্যদের নিয়ে কমিটি করা হয়। পুনর্গঠিত এই কমিটিকেও ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।পুনর্গঠিত কমিটিতে আহবায়ক করা হয়েছে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হক কে। সদস্য করা হয়েছে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. মতিউর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী (সিভিল) রজিউদ্দিন খান।

You might also like