স্কাউট ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ জেলা স্কাউট ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের জেল রোডে বাংলাদেশ স্কাউটস’র বাস্তবায়নে ৯৮লক্ষ টাকা ব্যায়ে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
পরে স্কাউটস ভবন উদ্বোধনী অনুষ্ঠান উপলেক্ষে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটস কমিশনার মো.ফয়জুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্নিকার মুক্ত স্কাউটম গ্রুপের সভাপতি দেওয়া ইমদাদ রেজা চৌধুরী,সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক তাহের আলী প্রমুখ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

You might also like