স্থগিত জাতীয় ক্রিকেট লিগ

নিউজডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণে উর্ধ্বগতির কারণে স্থগিত হয়ে গেল জাতীয় ক্রিকেট লিগ। দুই রাউন্ড খেলা হওয়ার পর লিগ বন্ধ করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।বিসিবির একটি সূত্র জানায়, করোনার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লিগ স্থগিত রাখা ছাড়া উপায় নেই আপাতত। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হবে।করোনার কারণে এবারের জাতীয় লিগের তৃতীয় রাউন্ড থেকে দুই স্তরের আট দলের খেলাগুলো বিকেএসপি ও কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

কিন্তু হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশের মতো কক্সবাজারে যান চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। শুধু বিকেএসপিতে আবার আট দলের খেলা চালানোও অসম্ভব কাজ। তাই বাধ্য হয়ে লিগ স্থগিতই করতে হলো বিসিবিকে।

You might also like