স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সকালে গণভবনে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সভায তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।প্রধানমন্ত্রীর অফিসের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সভায় তিনি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা,চিকিৎসামগ্রী সংগ্রহ পরিকল্পনা এবং আগামী দিনেও কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এসময় করোনা রোগীদের চিকিৎসায় ইমপালসের মতো আরো কিছু হাসপাতাল অধিগ্রহণ করার কথা বলেন।
এছাড়া চিকিৎসকদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি অংশ নির্ধারণের প্রস্তাবেও মত দেনতিনি।এসময় তার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ বি এম আবদুল্লাহর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।