স্বাস্থ্যবিধি মেনে ঢাকার উদ্দেশে বনলতা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুই মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস ট্রেন। সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে রোববার ( ৩১ মে) ভোর ৬টায় ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। এ সময় ট্রেনের স্টাফ ও যাত্রীদের যথাযথ নিয়ম মেনেই চলাচল করতে দেখা গেছে।চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকল টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ট্রেন ছাড়ার ঘোষণার মাত্র ৭ মিনিটের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে বরাদ্দকৃত সকল টিকিট বিক্রি হয়ে যায়।তিনি বলেন, স্টেশনে অতিরিক্ত কোনো যাত্রী প্রবেশ করতে দেয়া হয়নি।আমরা শনিবার থেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য প্রচারণা চালিয়েছিলাম।এদিকে যাত্রীরা ট্রেন চালুর জন্য সরকারকে ধন্যবাদ জানান।সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানান তারা।