স্মরণ সভায় নেতৃবৃন্দ: সমাজতন্ত্রের আদর্শে নিবেদিতপ্রাণ নেতা ছিলেন রুহুল আমিন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আজীবন সংগ্রামের কাতারের অনন্য একজন মানুষ ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন।বাংলাদেশ ছাত্র সমিতি,বাংলাদেশ যুব সমিতি ও ন্যাপের রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সমাজতন্ত্রের আদর্শে নিবেদিতপ্রাণ নেতা।আজ ২২ এপ্রিল’২১ বিকেল ৩টায় রুহুল আমিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় নেতৃবৃন্দ একথা বলেন।বক্তারা আরো বলেন ন্যাপকে শক্তিশালী করতে রুহুল আমিনের সহযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।গণতান্ত্রিক প্রক্রিয়া ও যৌথ নেতৃত্বের মাধ্যমে ন্যাপকে সুসংগঠিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ন্যাপ সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রবীণ নেতা অ্যাডভোকেট এমএ ওহাব। সভা সঞ্চালনা করেন পরিতোষ দেবনাথ ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্য প্রবীণ নেতা অ্যাডভোকেট এনামুল হক, এডভোকেট রুহুল আমিনের সহধর্মিনী দিপালী খন্দকার, ডক্টর সামাদ শিকদার, ডক্টর সিদ্ধার্থ তালুকদার, অরুণ কুমার মালাকার, কানাডা থেকে মাসুদুর রহমান মাসুদ, লন্ডন থেকে সৈয়দ হাসান আহমদ, ইতালি থেকে আলী হোসাইন, হাসান কমরুন, শরীফ হাসান, মোস্তফা মাহমুদ, নাসিমা হক রুবি, এডভোকেট আওলাদ হোসেন, এডভোকেট গুলশানারা বিনতে জামান, সৈয়দ মাইনুল হাসান সুমন, ভরত বিশ্বাস পার্থ, মোঃ নজির উল্লাহ, সুভাষ আইচ, মনজুরুল হক, দেলোয়ার হোসেন টুটুল, আনোয়ার জাহিদ পিকু প্রমুখ। দেশের বিভিন্ন স্থান থেকে ভার্চুয়াল সভায় সঙ্গে যুক্ত ছিলেন এডভোকেট আব্দুল মালেক, আমিনুর রহমান টিপু, তপন রায়, গোবিন্দ চন্দ্র সাহা, শেখ আব্দুর রশিদ, অ্যাডভোকেট সালাউদ্দিন শাহরিয়ার লিটন, এডভোকেট মোঃ এনামুল ফারুক, এডভোকেট নুরুজ্জামান খান প্রমুখ।যান্ত্রিক কারণে সংযুক্ত হতে না পেরে মোবাইল ফোনের মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান ন্যাপ সভাপতি মণ্ডলীর সদস্য ও প্রবীণ নেতা এডভোকেট শফিকুর রহমান,
আলমগীর হায়দার, বশির আহমেদ, আজাদ হোসেন প্রমুখ।