স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে :বদরুল ইসলাম শোয়েব
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, ব্রিটিশের দু’শো বছরের শাসন আর পাকিস্তানের পঁচিশ বছরের গড়ে ওঠা মধ্যযুগীয় বর্বর শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেয়নি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে। আমাদের দেশের শিক্ষার্থীদের লেখাপড়া যাতে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মদের এগিয়ে নেয়া এখন সময়ের দাবি। তিনি সন্তানদের ভবিষ্যত আলোকিত ও আত্মনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা পরিবারের সবাই এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।বদরুল ইসলাম শোয়েব ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক কামরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের স্বাস্থ্য সম্পাদক রুমেল সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক মাস্টার, মাদ্রাসা সুপার মাওলানা আরিফ বিল্লাহ, মীরগঞ্জ বণিক সমিতির সেক্রেটারি নাজমুল ইসলাম, মাদ্রাসার সহ-সুপার মাওলানা জালাল উদ্দীন, শিক্ষানুরাগী সদস্য মো. লালা মিয়া, অভিভাবক সদস্য মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুর রহমান, নাজমা বেগম প্রমুখ। শুরুতে মাদ্রাসার শিক্ষার্থী মস্তাক আহমদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।