হবিগঞ্জ জেলা পরিষদে উপ-নির্বাচনঃ প্রতীক বরাদ্দ সম্পন্ন

সত্যবাণী
সিলেট অফিসঃ
 হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করা হয়।
হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির এর স্ত্রী ও জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী ঘোড়া, মো. ফরিদ উদ্দিন তালুকদার (মোটরসাইকেল) এবং এডভোকেট মো. নূরুল হক (চশমা)।
এরপুর্বে ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থীর মধ্যে কোন প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন নি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। হবিগঞ্জের ৯টি উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেবেন। এ জেলায় ভোটার সংখ্যা ১ হাজার ১০৪ জন। ভোট হবে ইভিএমে।

You might also like