হবিগঞ্জবাসীর পাশে মানবসেবা’র বিনামূল্যে অক্সিজেন ব্যাংক

নিউজ ডেস্ক
সত্যবাণী

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা জুড়ে কোভিড-১৯ ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার ও মৃত্যু হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। প্রতিবেশী রাষ্ট্র ভারতে কোভিড ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবনৃত্য এবং তীব্র অক্সিজেন সংকট দেখে বাংলাদেশেও নাজুক পরিস্থিতি তৈরি হতে পারে পূর্বেই এমনটা আঁচ করতে পেরেছিলেন হবিগঞ্জের প্রাচীনতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবসেবা সামাজিক সংগঠন’ এর নেতৃবৃন্দ। বিগত ৫ মে ২০২১ থেকে মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের উদ্দ্যেশে ‘মানবসেবা অক্সিজেন ব্যাংক’ কার্যক্রম শুরু করে। চলমান লকডাউনে মানবসেবা সামাজিক সংগঠনের বিনামূল্যে অক্সিজেন সেবা ২৪ ঘন্টা চালু আছে।

মানবসেবা সামাজিক সংগঠন এর সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী বলেন- ৫ মে থেকে আমাদের কার্যক্রম শুরু হলেও বিগত ২ সপ্তাহে অক্সিজেন সিলিন্ডার চেয়ে আমাদের হটলাইনে প্রতিদিনই প্রচুর পরিমাণ কল আসছে। দিন দিন অক্সিজেনের চাহিদা বাড়ছে। অনেক সময় আইসোলেশন ওয়ার্ড থেকেও জরুরী অক্সিজেন সেবা পেতে অনুরোধ আসে। হবিগঞ্জবাসীর এই ক্রান্তিলগ্নে আমরা আমাদের সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ‘ বিনামূল্যে মানবসেবা অক্সিজেন ব্যাংক’ কার্যক্রমে দেশ-বিদেশের অনেক মানবিক মানুষ এবং সংস্থা অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি এসময় বর্তমান অক্সিজেন সংকট মোকাবেলায় সমাজের ধনাঢ্য ব্যক্তিদের প্রতি বিনামূল্যে মানবসেবা অক্সিজেন ব্যাংক কার্যক্রমে সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

উল্লেখ্য যে, রিফিল জনিত সমস্যা ও নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও মানবসেবার অক্সিজেন সিলিন্ডার দিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতাধিক কোভিড রোগীকে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। তাছাড়া আগামী ২/৩ কর্মদিবসের মধ্যে লিনডা বাংলাদেশ কোম্পানীর আরো ৫টি সিলিন্ডার এবং ২টি অক্সিভেটর যন্ত্র মানবসেবা অক্সিজেন ব্যাংকে জমা হবে। ২০২০ সালের ২৯ মার্চ থেকে মানবসেবা সামাজিক সংগঠন, হবিগঞ্জ করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা, মাস্ক-হ্যান্ড সেনিটাইজার বিতরন, ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

You might also like