হবিগঞ্জে আ’লীগের মামলায় বিএনপি’র ২৩৮ জন আসামি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জে জেলা সদরে আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মারামারি ও বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে আ’লীগ।মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান করে ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে আরো ১৫০ জনকে।হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ২৫ আগস্ট শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি মো. বদিউজ্জামান।গত ২০ আগস্ট বিকেলে আ’লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে টানা ২ ঘন্টা সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় দলের অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়। ঘটনার ৫দিন পর মামলাটি করা হয়।হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ছাড়াও অন্য উল্লেখযোগ্য আসামীরা হলেন, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, আহবায়ক সৈয়দ মুশফিক, বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জিকে গউছের ভাই আব্দুল গফ্ফার, গোলাম মওলা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মোজাক্কির হোসেন ইমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ।