হবিগঞ্জে কালারডোবা নৌকাঘাট এলাকা হয়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন স্পট
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জে কালারডোবা নৌকাঘাট ও সংলগ্ন হাওর এলাকা এখন হয়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন স্পট। প্রতিদিন বিকেলে শ’ শ’ দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠে ঐ এলাকা।সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে বিপুল জনসমাগমের কারণে পার্শ্ববর্তী সড়কে সৃষ্টি হয় যানজট। এ সময় দর্শনার্থীদের কেউ কেউ ভিড় জমান চটপটি, ফুচকার দোকানে। আবার অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া নৌকায় ঘুরে বেড়ান হাওর এলাকার সৌন্দর্য উপভোগ করতে।হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, শহর থেকে ১ কিলোমিটার উত্তর দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে অবস্থিত কালারডোবা নৌকাঘাট। বর্ষাকালে এই নৌকাঘাট জেলার ভাটি অঞ্চলে নৌ-যোগাযোগের প্রাণকেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। এখান থেকে বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই উপজেলা এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকায় নৌ-পথে সহজেই যাতায়াত করা যায়। সম্প্রতি কালারডোবা এলাকায় একটি নতুন বড় পাকা ব্রিজ নির্মাণ করায় এলাকার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়। হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষ করে তরুণ-তরুণীরা এখানে ভিড় জমাতে শুরু করেন। অল্প দিনেই এই এলাকা জেলার অন্যতম পর্যটন স্পটে পরিণত হয়। প্রতিদিনই এখানে বিপুল সংখ্যক পর্যটক আসছেন।
জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুহুল হাসান শরীফ বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সরকারি উদ্যোগে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করে কালারডোবা নৌকাঘাট এলাকাকে আরো মোহনীয় রূপ দেয়া সম্ভব।