হবিগঞ্জে ধানের গুদাম থেকে ১০ টন সার জব্দঃ জরিমানা লাখ টাকা
সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জে ধানের গুদামে অবৈধভাবে মজুদ করে রাখা ১০টন রাসায়নিক সার জব্দ করা হয়েছে। ২১ নভেম্বর মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সার জব্দ করা হয়। এ সময় গুদামের মালিক ও মজুতদার বাচ্চু মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলমের উদ্ধৃতি দিয়ে হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, সরকারের গুদাম থেকে তালিকাভুক্ত ডিলার নির্দিষ্ট পরিমাণে সার তুলতে পারেন এবং নিয়ম মেনে তা বিক্রি করে থাকেন। বাচ্চু মিয়া ওই তালিকায় নেই, লাইসেন্স বা বৈধ কোনো কাগজপত্রও তার নেই। কিন্তু অভিযানে তার ধানের গুদামে ১০ টন টিএসপি, এমওপি ও ডিএপি সার পাওয়া গেছে। কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।
পরে হবিগঞ্জ সদরের ইউএনও আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।