হবিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক উদ্বোধন

সত্যবাণী
সিলেট অফিসঃ
 হবিগঞ্জ সদর উপজেলার তিতুখাই চানপুর থেকে মির্জাপুর সড়ক হয়ে শাহপুর ওয়াপদা বাঁধ সড়কের উদ্বোধন করা হয়েছে।
হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ৩ মার্চ রোববার দুপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ ও রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকার ময়লা-আবর্জনা দূরীকরণে ওই সড়কের পাশে ৫০ লাখ টাকা ব্যয়ে ডাম্পিং স্টেশন স্থাপন করেছে হবিগঞ্জ পৌরসভা। এ ডাম্পিং স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য পাউবো, ত্রাণ দূর্যোগ মন্ত্রণালয় ও এলজিইডি’র যৌথ অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ওই এলাকায় ওয়াপদা বাঁধ সড়ক নির্মাণ করা হয়।

You might also like