হবিগঞ্জের চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত ১৬ তম দিনেও বৈঠকে হয়নি কোন সুরাহা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ১৬তম দিনের মতো চলছে চা শ্রমিকদের কর্মবিরতি। ১২০ টাকা থেকে ৩০০ টাকায় মজুরি বৃদ্ধির দাবিতে বুধবারও হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এদিকে, বুধবার চুনারুঘাটে লস্করপুর ভ্যালির পঞ্চায়েত কমিটি ও ভ্যালি কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা পরিষদ হলরুমে আবারো বৈঠকে বসেছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত চলা বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে মজুরি নির্ধারণের আগ পর্যন্ত চা শিল্প রক্ষার স্বার্থে কাজে ফেরার অনুরোধ জানানো হলেও তা মানেনি শ্রমিকরা। ফলে এদিনও বৈঠকে কোন সুরাহা হয়নি।

বৈঠকে জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ বিভিন্ন পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পুর্বে মঙ্গলবার দুপুরে লস্করপুর ভ্যালির পঞ্চায়েত নেতৃবৃন্দের বৈঠকে দাবি আদায়ে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিলে বিকেলে তাদের সাথে আলোচনা করে কাজে ফেরার অনুরোধ জানান জেলা প্রশাসক। কিন্তু তাতেও সাড়া দেয়নি চা শ্রমিকরা।চা শ্রমিক নেতা বীরেন কালেন্দ্রী জানান, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ ৩শ’ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে আমাদের আন্দোলনে নামিয়েছে। এখন আমরা আমাদের প্রাপ্য মজুরি না পেলে আন্দোলন থেকে সরে দাঁড়াব না।বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সদস্য সচিব সন্ধ্যা রানী ভৌমিক জানান, দাবি আমাদের একটাই মজুরি বৃদ্ধি করা। মজুরি বৃদ্ধি ছাড়া আমাদের অন্য কোন পথ খোলা নেই। তাই মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে ২ ঘন্টা কর্মবিরতি শুরু করে চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে শুরু হয় পূর্ণদিবস কর্মবিরতি।

You might also like