হরতালের আগে রাজধানীতে দুই বাসে আগুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিএনপি-জামায়াতের হরতালের আগের রাতে রাজধানীর গুলিস্তান ও আগারগাঁওয়ের তালতলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সেসময় একজনকে আটক করেছে পুলিশ।জানা যায়, রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে এ আগুন নিয়ন্ত্রণে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) ৭টা ৪০ মিনিটের দিকে এ আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বাসে অগ্নিকাণ্ডের সংবাদে সিদ্দিক বাজার থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।অন্যদিকে রাজধানীর কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাজধানী আগারগাঁও তালতলা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মিরপুর ১০ নম্বর থেকে দুইজন বাসে উঠে।বাসে আগুন দেওয়ার পরপরই অপর একজন পালিয়ে যায়। একজন পুলিশ হেফাজতে আছে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগারগাঁও তালতলায় একটি বাসে আগুন দেওয়ার সংবাদে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। পরে ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে এক কলারের মাধ্যমে জানা যায় আগুন নিভে গেছে পরে ফেরত আনা হয় ইউনিট।