হাউজিং নিয়ে গবেষণা:বাংলাদেশিদের প্রতি সহযোগিতার আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশি জনগোষ্ঠীর মানুষের হাউজিং (আবসান) অভিজ্ঞতা নিয়ে একটি গবেষণা করছে দ্য ওপেন ইউনিভার্সিটি। ‘আমার বাড়ি আমার জীবন’ (মাই হোম, মাই লাইফ) শীর্ষক এই গবেষণায় সহযোগিতার জন্য বাংলাদেশি কমিউনিটির লোকদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে।এই গবেষণার মূল লক্ষ্য নিজেদের বাসস্থান বা ঘর নিয়ে বাংলাদেশি জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও প্রত্যাশার কথাগুলো আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করে প্রতিবেদন প্রকাশ করা। যাতে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আবাসন কেমন হওয়া উচিত সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো একটি ধারণা লাভ করতে পারে।

দ্য ওপেন ইউনিভার্সিটি (ওইউ), বাংলা হাউজিং এসোসিয়েশন (বিএইচএ), এবং জাতীয় শিক্ষা ও উন্নয়ন নেটওয়ার্ক ‘হাউজিং এলআইএন’-এর অংশীদারিত্বে তিন বছর মেয়াদী এই গবেষণা পরিচালিত হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন ওপেন ইউনিভার্সিটির এইজিং বিষয়ের প্রভাষক ডঃ মনিক গোপীনাথ। গবেষণা কাজের প্রধান সমন্বয়ক হিসেবে আছেন পোস্টডক্টোরাল রিসার্চার ডঃ মাহেরা রুবি।পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি, নিউহাম ও রেডব্রিজ কাউন্সিলে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে এই গবেষণা পরিচালিত হবে। এতে ঘর নিয়ে বাংলাদেশিদের নানা অভিজ্ঞতা যেমন- কি ধরণের ঘরে তারা থাকছেন, এর সুবিধা-অসুবিধা, আশ-পাশের পরিবেশ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি বসবাসের জন্য ঘরবাড়ি ও পরিবেশ কেমন হওয়া উচিত সে বিষয়ে তাঁদের প্রত্যাশার কথা জানতে চাওয়া হবে।

গবেষণার প্রথম ধাপের কাজ শুরু হয়েছে ৭ আগস্ট থেকে। এ ধাপে ৮০ জন বাংলাদেশির সাক্ষাৎকার নেয়া হবে। কেবল ৫০ বছরের বেশি বয়সী বাংলাদেশিরা এতে অংশ নিতে পারবেন। এতে নারী ও পুরুষ থাকবেন সমান সংখ্যাক। টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি, নিউহাম ও রেডব্রিজ কাউন্সিলের ২০ জন করে বাসিন্দা গবেষণার জন্য বাছাই করা হবে। গবেষণায় অংশগ্রহণকারী প্রতিজন পাবেন ২০ পাউন্ডের শপিং ভাউচার।গবেষণায় অংশগ্রহণকারীরা বাংলা, সিলেটি কিংবা ইংরেজি ভাষায় সাক্ষাৎকার দিতে পারবেন। একজন কো-রিসার্চার এই সাক্ষাৎকার গ্রহণ করবেন। অংশগ্রহণকারীরা তাদের ইচ্ছানুযায়ী নিজ ঘরে অথবা বাইরে কোনো সুবিধাজনক স্থানে বসে সাক্ষাৎকার দিতে পারবেন। টেলিফোন কিংবা অনলাইনে ভিডিও কলেও সাক্ষাৎকার দেয়া যাবে।

‘আমার বাড়ি আমার জীবন’ প্রকল্পের নেতৃত্বদানকারী গবেষক ডঃ মনিক গোপীনাথ বলেন, “দ্য ওপেন ইউনিভার্সিটির জন্য এটা অত্যন্ত আনন্দের যে, বাসস্থান নিয়ে পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশি প্রবীণ সম্প্রদায়ের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে এবং তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশাগুলোর দিকে নজর দিতে সময়োপযোগী এই গবেষণায় ‘বাংলা হাউজিং এসোসিয়েশন’ এবং ‘হাউজিং এলআইএন’ অংশীদার হিসেবে কাজ করছে।বাংলা হাউজিং এসোসিয়েশনের প্রধান নির্বাহী বশির উদ্দিন বলেন, “দ্য ওপেন ইউনিভার্সিটি এবং ‘হাউজিং লার্নিং অ্যান্ড ইম্প্রুভমেন্ট নেটওয়ার্ক’ (এলআইএন)এর সঙ্গে এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের কাজ নিয়ে আমরা খুবই উজ্জীবিত। এই গবেষণা পূর্ব লন্ডনে আমাদের প্রবীণদের বর্তমান বাসস্থানের অবস্থা, স্বাস্থ্য-সুস্থ্যতা এবং তাদের আকাঙ্খার চিত্র ও প্রকৃত সত্য তুলে ধরবে।এই গবেষণায় অংশ নিতে আগ্রহীদের ডঃ মাহেরা রুবির সঙ্গে mahera.ruby@open.ac.uk অথবা জনাব বশির উদ্দিনের সঙ্গে bashir@banglaha.org.uk- এই ইমেইল ঠিকানায় যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। অথবা ফোনে যোগাযোগ করা যাবে 07962132441 নম্বরে।

You might also like