হাওরে সড়ক নয়-উড়াল সড়ক নির্মাণ করবে সরকার:পরিকল্পনামন্ত্রী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এরমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় প্রকল্প আসছে। প্রথমে ত্রাণ, এরপর নির্মাণ। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে সহায়তা দেয়া হবে। এমনিতেই ভুমিহীনদের শেখ হাসিনার সরকার ঘর তৈরি করে দিচ্ছে। আরও দেয়া হবে। যা সহায়তা আসছে তা প্রয়োজনের তুলনায় কম হলেও এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ধৈর্য্যরে সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।গতকাল রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন পরবর্তী ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার হাওরে আর সড়ক নির্মাণ করবে না। প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যত্রতত্র আর রাস্তা নয়। এখন থেকে উড়াল সড়ক হবে। যেখানে প্রয়োজন হবে সেখানে উড়াল সড়ক করব আমরা। শেখ হাসিনার সরকার যতদিন আছে উন্নয়নে আরও আলোকিত হবে দেশ। তাই উন্নয়নের স্বার্থেই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারের সাথেই থাকতে হবে৷ মন্ত্রী আরও বলেন, আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি বিপদ দিয়েছেন তিনিই রক্ষা করবেন৷ তিনি রিজিক দিয়েছেন তবে পরিশ্রম করে সে রিজিক গ্রহণ করতে হবে৷ মহান আল্লাহ্র দেয়া নিয়মকানুন মানতে হবে, তবেই তিনি আমাদের রক্ষা করবেন৷ এই বন্যার মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। ইনশাল্লাহ এই বন্যা চলে গেছে, আরও যাবে। এই দুঃসময়ে আমাদের সরকার সামান্য কিছু সহায়তা করেছে; আল্লাহর তুলনায় তা কিছুই না৷ তাই আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।ইউএনও আনোয়ার উজ-জামানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন দরগাপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম খান, পৌর মেয়র নাদের বখত, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম।

You might also like