হাবিবের নির্বাচনী ইশতেহার পার্ক হবে দক্ষিণ সুরমায়
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ নির্বাচনী ইশতেহার পূরণে সিলেটের দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। ২৯ মে সোমবার বিকেলে পার্ক নির্মাণের জন্য দক্ষিণ সুরমা এলাকার আন্দারো টিলা নামের একটি জায়গা পরিদর্শন করেন তিনি।দক্ষিণ সুরমা থেকে জনৈক সংবাদদাতা জানান, পরিদর্শনকালে এমপি হাবিব বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। আন্দারোটিলার এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং প্রকৃতির পরিবেশে ঘেরা। এখানে একটি পার্ক হলে দক্ষিণ সুরমার মানুষের বিনোদনের একটি জায়গা হবে বিশেষ করে শিশু, নারী, পুরুষ ও বয়স্কদের সব সুবিধা থাকবে পার্কে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে উঠবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি দেশে কর্মসংস্থান ও প্রকৃতির সৌন্দর্য ঠিক রেখে বিভিন্ন জায়গায় মানুষের বিনোদনের জন্য করা হচ্ছে পার্ক। সেই ধারাবাহিকতায় আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমার প্রত্যেকটি ইউনিয়নে ছোট করে ৮টি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। কারণ আমাদের তরুণদের বিনোদনের জন্য পার্ক এবং খেলার মাঠ প্রয়োজন। আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর রাজস্ব সার্কেল ভূমি সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা।