হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের শোক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ হাফিজ মজির উদ্দিন ও খন্দকার ফরিদ উদ্দিনের মৃত্যুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে গত ৬ই সেপ্টেম্বর রবিবার ব্রিকলেন জামে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।বাদ জোহর দোয় মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান।

দোয়া পরবর্তী আলোচনায় মরহুম দ্বয়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন এডভাইজারী কমিটির প্রেসিডেন্ট এম এ আহাদ। সাধারণ সম্পাদক মিছবাহ জামালের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ড অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর চেয়ারম্যান মাহমাদুর রশীদ।হাফিজ নাহমাদ মিসবাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভায় মরহুম হাফিজ মজির উদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, খন্দকার ফরিদ উদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ স্যোসিয়েল এন্ড কালর্চারাল ট্রাস্টের সদস্য সচিব দিলোয়ার হোসেন।
বক্তারা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের হসপিটাল প্রতিষ্ঠার পেছনে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান তুলে ধরেন ও মরহুমদের পরিবারের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও সমবেদনা জানান ট্রেজারার আবদাল মিয়া, এম এ কাইয়ুম, ইউনুছ আলী, এম এম নূর, আজমল হোসেন, এনায়েত খান, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শেখ ফারুক আহমদ, রফিকুল হায়দার (একাউন্টটেন্ট), সাংবাদিক জাকির হোসেন কয়েছ, আখদছ আল প্রমুখ।সভার শেষ পর্যায়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ও স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষে মরহুমদের সম্মানে মরনোত্তর সম্মানা প্রদান করা হয়। পরিবারের পক্ষে সম্মানা মেডেল গ্রহন করেন যথাক্রমে মুহিবুর রহমান ও দিলওয়ার হোসেন।

You might also like