হাসপাতাল খালি নেই,হোটেল খুঁজছি : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,হাসপাতাল করার আর জায়গা নেই।হাসপাতাল খালিও নেই।তাই আমরা এখন হোটেল খুঁজছি,যাতে মৃদু আক্রান্তদের সেখানে রাখতে পারি।সচিবালয়ে বিধিনিষেধ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে হাসপাতালে ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। আইসিইউ অলরেডি ৯৫ শতাংশ পূর্ণ। এ চিন্তা করে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করতেছি।সেখানে ইমিডিয়েটলি আমরা হয়তো ৫০০-৬০০ শয্যা রেডি করতে পারবো। পরে তা এক হাজার শয্যায় নেওয়া যাবে।মন্ত্রী বলেন,আগামী ৭ আগস্ট থেকে সাত দিনের জন্য দেশে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এ সাত দিনে আমরা প্রায় এক কোটি টিকা দেব।আমাদের হাতে সোয়া কোটি টিকা আছে। আরও এক কোটি টিকা আমাদের হাতে এসে পৌঁছাবে।অর্থাৎ টিকা কর্মসূচি চলমান থাকবে।

You might also like