হাসপাতালে ভীড় এড়াতে প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে-স্বাস্থ্যমন্ত্রী
সত্যবাণী
সিলেট অফিসঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা পৌছে দিতে পারলে মেডিকেল কলেজগুলোতে ভীড় কমে যাবে। তিনি বলেন, মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা নয় শিক্ষা নেয়ার জায়গা, এখানে গবেষণা করতে হবে, আমাদের সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।
৬ মার্চ বুধবার দু’দিনের সফরে সিলেট এসে দু’টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বিশ্বনাথে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে এসে জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মনে হয়েছে, এগুলোতে অনেক কাজ করা দরকার। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লোকবল বাড়াতে হবে। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একজন স্বাস্থ্য কর্মকর্তাকে না পেয়ে তাকে সাসপেন্ড করেছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বনাথ আমার জন্মভূমি। এখানে আমার বাবা ও মায়ের বাড়ি। অনেকদিন পর এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
স্বাস্থ্যমন্ত্রী বুধবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। পরে তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ও তেতলি ইউনিয়নের প্রান্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নির্ধারিত ভূমি পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সাথে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমার ইউএনও ঊর্মি রায়, বিশ্বনাথের ইউএনও শাহিনা আক্তারসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দিনের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন বলে তাঁর সফরসূচি থেকে জানা গেছে।
পরদিন ৭ মার্চ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,সিলেট’র উপাচার্য এবং বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় সভা করবেন।