হুমায়ুন রশিদ চৌধুরীর  মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতীসন্তান হুমায়ুন রশিদ চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।গতকাল বুধবার সকালে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মাজার সংলগ্ন কবরস্তানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’-এর আহ্বায়ক ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহসুন রশিদ চৌধুরী, জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্সে সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, নির্বাহী সদস্য পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, সাহিদুর রহমান সাহেদ, কাজী মোস্তাফিজুর রহমান, শওকত আহমেদ জুনেদ, হাবিবুর রহমান প্রমুখ।কর্মসূচি পালন শেষে নেতৃবৃন্দ তাৎক্ষণিক আলোচনায় সিদ্ধান্ত নেন যে, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ‘স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে নগরীর নির্ধারিত স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

You might also like