১১ বছরের মধ্যে তীব্র মন্দার কবলে যুক্তরাজ্য
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ করোনাভাইরাসের কারণে গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।যুক্তরাজ্যে করোনায় লকডাউন জারি করার পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এ মন্দার ঘটনা ঘটে।যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানবিষয়ক দফতরের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়,বছরের প্রথম তিনমাসের তুলনায় এপ্রিল থেকে জুন মাস নাগাদ যুক্তরাজ্যের অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়ে যায়।তবে কর্মকর্তারা বলছেন,জুন মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে। অর্থনীতির চাকা সচল করতে ইতিমধ্যে একাদিক প্রদক্ষেপ নিয়েছেন চ্যানেঞ্জলর ঋষি সোনাক।দেশটির অর্থনৈতিক পরিসংখ্যানবিদ জোনাথন অ্যাথো বলেন,জুনে দোকানপাট খুলেছে, কলকারখানায় উৎপাদন শুরু হয়েছে, আবাসন শিল্প আবারও সচল হয়েছে। আর এর মধ্য দিয়ে অর্থনীতির চাকা আবারও ঘুরতে শুরু করেছে।যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দোকানপাট,কল-কারখানা ও নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এমন অবস্থায় থমকে পড়ে দেশটির অর্থনীতি।