১৪ জন নেতার বিবৃতি: কেন্দ্রীয় ন্যাপে অগণতান্ত্রিক একক সিদ্ধান্তের প্রতিবাদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ অগণতান্ত্রিক পন্থায় পার্টির কার্যকরী সভাপতি নিয়োগ দেয়ার প্রতিবাদ করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর ১৪ জন কেন্দ্রিয় নেতা।
সোমবার সংবাদ পত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই নেতৃবৃন্দ বলেন, “ন্যাপের কার্যকরী সভাপতি হলেন আইভি আহমেদ’ শিরোনামে গত ২১ মে ঢাকার একটি দৈনিকে (সমকাল) সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়েছে,বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কার্যকরী সভাপতি আমিনা আহমেদের অসুস্থতার কারণে তার পদে দায়িত্ব পালন করবেন দলের সভাপতিমন্ডলীর সদস্য আইভি আহমেদ। মুক্তিযুদ্ধের ২য় বৃহত্তম পার্টি, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ন্যাপের মত একটি ঐতিহ্যবাহী আদর্শবাদী রাজনৈতিক দলের কোন সভা না ডেকে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক পন্থায় একজনকে কার্যনির্বাহী সভাপতি ঘোষণা করায় আমরা বিস্মিত হয়েছি। এই অনভিপ্রেত পদক্ষেপ বাম রাজনীতি, ন্যাপের গঠনতন্ত্র এবং সাংগঠনিক নিয়ম নীতির পরিপন্থী।”
বিবৃতিতে বলা হয়, “ন্যাপের প্রয়াত সভাপতি অবিসংবাদিত নেতা অধ্যাপক মোজাফফর আহমদ বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হবার পর থেকে একটি অশুভ শক্তি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ন্যাপকে ব্যবহার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দীর্ঘদিন ধরে পার্টির কোন সভা আহ্বান না করে, গণমানুষের সংগ্রামের পাশে না থেকে পার্টির যে সকল নেতা-কর্মীরা মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মাঠে থাকছেন তাদের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন। ন্যাপ কোন ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। মাওলানা ভাসানী,অধ্যাপক মোজাফফর আহমদ, সীমান্ত গান্ধী গফফার খান, খান আবদুল ওয়ালী খান, পীর হাবিবুর রহমান, হাতেম আলী খান, সুখেন্দু দস্তিদার, সেলিনা বানু, রবী নিয়োগী, কাজী বারী, সৈয়দ আশরাফ হোসেন, সরদার আব্দুল হালিম, আতাউর রহমান, ডাক্তার এম এ ওয়াদুদ, মাওলানা আহমেদুর রহমান আজমী,আবু মোহাম্মদ ফেরদৌস, মমিন ভূঁইয়াসহ লাখো নেতা-কর্মীদের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত গণমানুষের পার্টি ন্যাপ।গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে ন্যাপ পরিচালিত হবে এটাই সকল নেতা-কর্মীদের কাম্য।আমরা আশা করি, কেন্দ্রীয় নেতৃত্ব উদ্ভূত পরিস্থিতি অনুধাবন করে অধ্যাপক মোজাফফর আহমদের অনুসৃত ধর্ম-কর্ম গণতন্ত্রের নিশ্চয়তাসহ সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে সম্মিলিতভাবে সচেষ্ট হবেন।”
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, ন্যাপের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট এনামুল হক, প্রিন্সিপাল রুহুল আমিন, অ্যাডভোকেট এমএ ওহাব, এডভোকেট তোফাজ্জল হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য নুর জালাল, এডভোকট নুরুল কবির, এডভোকট মনিরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান আলম, সম্পাদকমন্ডলীর সদস্য পরিতোষ দেবনাথ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হাসান কমরুন, মোস্তফা মাহমুদ, নাসিমা হক রুবী ও ইঞ্জিনিয়ার গোলাম ফারুক।