১৪ দলের সমর্থন পেলেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন দিয়েছেন সিলেটের ১৪ দলের নেতৃবৃন্দ। ৩১ মে বুধবার দুপুরে নগরির একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত ১৪ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা ও নগর আ’লীগ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় ১৪ দল তাঁদের এ সিদ্ধান্তের কথা জানায়।নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি’র রাখেন আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এতে ১৪ দল নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, নগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, নগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, দীনবন্ধু পাল, মাহমুদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মো: মারুফ আহমদ, ওয়ার্কার্স পার্টির সিকন্দর আলী, ইসমত ইবনে ইসহাক, সত্য রঞ্জন দাস, শহীদুর রহমান, ইফতেখার আহমদ, ব্রজ গোপাল চৌধুরী, নিবাস চক্রবর্তী, মোশাহিদ আহমদ প্রমুখ। সভায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।প্রধান অতিথি’র বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আ’লীগ সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর ঐক্যকে গুরুত্ব দেয়। সিলেটে আ’লীগ অতীতের যেকোন সময়ের তুলনায় এখন আরো বেশি ঐক্যবদ্ধ। আমরা মনে করি ১৪ দলের সমর্থন আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করবে।জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ বলেন, আজ আমরা আনুষ্ঠানিকভাবে আ’লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সমর্থন জানালাম। আমরা ১৪ দলের প্রত্যেক নেতাকর্মী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে আছি এবং নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।মতবিনিময় সভায় আ’লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শ ও সমর্থন নিয়ে সিলেট নগরিকে আমি একটি আধুনিক ও অগ্রসর নগরে পরিণত করতে চাই।

You might also like