১৫ আগস্টের পর সব ট্রেন চালুর সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রেলপথ মন্ত্রণালয় আগামী ১৫ আগস্টের পর সব আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন এবং রেলওয়ে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম। তিনি গণমাধ্যমকে এ কথা জানান।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়। এর ১৭ দিনের মাথায় যাত্রী সঙ্কটে দুটি রুটের ট্রেন সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে।রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।