১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ শিক্ষার্থীদের ১৮ বছর বা তার বেশি বয়স হলে করোনা টিকা নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।কোভিডের টিকার নিবন্ধন করতে সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রীদের নিবন্ধনে নতুন একটি অপশন খোলা হয়েছে।বর্তমানে ২৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা করোনাভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারেন।শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়। অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।ডা. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার থেকেই সুরক্ষা অ্যাপে এ অপশনটি চালু হয়েছে। সাধারণ মানুষের জন্য ২৫ বা তদূর্ধ্বই আছে এখন। তবে শিক্ষার্থীদের জন্য এটা ১৮ বছর বা তার ঊর্ধ্বে করা হলো।
তিনি জানান, সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধনের ফরম পূরণের সময় ‘পেশা’র ঘরে ছাত্রছাত্রী লেখা থাকতে হবে। যারা রেজিস্ট্রেশনের সময় ‘পেশা’র ঘরে ছাত্রছাত্রী লিখে পূরণ করেছেন, তারা নিবন্ধন করতে পারবে। আর যারা এভাবে ফিলাপ করেনি তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আসতে হবে। যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওই কলেজ বা বিশ্ববিদ্যালয় যে তালিকা পাঠায় সেখানে ইনক্লুড হয়ে আসতে হবে।এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েকবার খোলার চেষ্টা চালালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়।দীর্ঘ লকডাউন শেষে গত ১১ আগস্ট থেকে সবকিছু চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় এরকার। এরমধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানো নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে।দেশে ১৯ আগস্ট পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৯৩৪ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সব ধরনের টিকা মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন।