২ টি ট্রান্সফরমার ভস্মীভূত:৬ সদস্যের তদন্ত কমিটি হবিগঞ্জ শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দু’টি ট্রান্সফরমার ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভুত হয়েছে। গত রোববার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর ৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ব্যবস্থাপক তত্বাবধায়ক এইচএম মফিজ উদ্দিনকে। কমিটিকে আগামী ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এদিকে, একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে হবিগঞ্জ জেলা ও মাধবপুর উপজেলা থেকে সংবাদদাতা জানান, ট্রান্সফরমারের কাছে গজিয়ে উঠা ঘাস ও আবর্জনা পুড়িয়ে ফেলার সময় হঠাৎ আগুন একটি ট্রান্সফরমারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে তা পাশের আরেকটি ট্রান্সফরমার, এসটিজি হল ও কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে ১১০ মেগাওয়াটের দু’টি গ্যাস টারবাইন ও একটি ১১০ মেগাওয়াট স্টিম টারবাইন রয়েছে। আগুন লাগার খবর পেয়ে হবিগঞ্জ জেলা এবং মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে ৫টি দমকল ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে পাশে থাকা আরএফএল কোম্পানীর অগ্নিনির্বাপক বিভাগের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, ‘রোববার বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের সাথে যোগ দেয় আরও একটি বেসরকারি কোম্পানীর নিজস্ব অগ্নিনির্বাপক দল। তারা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দু’টি ট্রান্সফরমার পুড়ে গেছে।
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, সকালে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা ভেতরে কাজ করছিলেন। সকাল ৯টা ৫০ মিনিটে হঠাৎ ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্টের গ্যাস টারবাইন-২ এর মেইন ট্রান্সফরমারে তারা আগুন দেখতে পান। এ সময় তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এদিকে, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের অক্সিলারী ট্রান্সফরমারেও। ভয়াবহ অগ্নিকান্ডে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারগুলোর মধ্যে আতংক দেখা দেয়।বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, ওই বিদ্যুৎ কেন্দ্রের তেলের ট্যাংকের কাছে অগ্নিকান্ডের পর থেকে জাতীয় গ্রিডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান। কবে নাগাদ ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামত কাজ সম্পন্ন হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি। তবে পুরনো ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। ঘটনা পরবর্তী অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই ঢাকা থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য আশরাফুল ইসলাম শাহজীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। আগুনে ওই কেন্দ্রের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসার পর নিরুপণ করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। উল্লেখ্য,২০১৭ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন।

You might also like