২০০ মেট্রিক টন অক্সিজেন সিরাজগঞ্জে খালাসের অপেক্ষায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিরাজগঞ্জ: মহামারির সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত থেকে আসা তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে খালাসের অপেক্ষায় রয়েছে ২০০ মেট্রিক টন অক্সিজেন।

রবিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে প্রবেশ করেছে। এরপর সেখান থেকে খালাস করে লরিতে করে ঢাকা নেওয়া হবে বলে জানিয়েছে রেল ও স্বাস্থ্য অধিদফতর।এর আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। পরবর্তীকালে রাত ১০টার দিকে ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এ দিকে, শনিবার ভারতের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।ভারতের তথ্য অধিদফতর জানায়, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে। এই অক্সিজেন চলমান করোনা মোকাবিলায় বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।

You might also like