২১ আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও খুনিদের ফাঁসির দাবিতে ছাতকে তৃণমুল আ’লীগের মানববন্ধন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ ভয়াল ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও খুনিদের ফাঁসির দাবিতে ছাতক উপজেলা তৃণমুল আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।শুক্রবার (২১ আগষ্ট) উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মাসুম আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ কামরুজ্জামান, রঞ্জিত দাম, আশিকুর রহমান, ফয়জুর রহমান ফয়েজ,আব্দুল মুকিত বকুল, রাসেল আহমদ,ইউপি সদস্য আবদুল আউয়াল, প্রতাপ উজ্জামান,সাব্বির আহমদ, শামসুল ইসলাম,সমুজ মিয়া,আখলাকুর রহমান, জগলু মিয়া,আনোয়ার হোসেন, শাহ আবুল কাশেম হারুন, মোঃ সমুজ আলী,খলিলুর রহমান, রুবেল,নেপাল চন্দ্র দেবনাথ, ফজল উদ্দিন, সাদিকুর রহমান, আশিক মিয়া,অলিদ আহমদ, ইকবাল হোসেন,সিদ্দিকুর রহমান, আমিনুর রশিদ, হাবিবুর রহমান বাবলু,গোলাম মোস্তফা রনি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকেরা এ দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন।কিন্তু তারা সফল হয়নি। তাই ঘাতকেরাও থেমে থাকেননি।আবারও ২০০৪ সালের ২১ আগস্ট তাঁরা গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন।তাতেও তাঁরা ব্যর্থ হয়েছে।আওয়ামী লীগ পরিবারের একজন কর্মীও বেঁচে থাকলে ওই ঘাতকদের চেষ্টা সফল হতে দেবো না। বক্তারা ২১ আগষ্টের খুনিদের ফাঁসির দাবি জানান।

You might also like