২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট মুমিনুর রহমান টিটুর সমর্থনে লাউয়াইতে সমাবেশ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, লাউয়াই স্পোর্টিং ক্লাব-এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটুর সমর্থনে লাউয়াইতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত (১৫ মে) সোমবার রাতে প্রার্থীর বাসভবন প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশ্বপর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান আহমদের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মতিউর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রার্থীর বড় ভাই, লাউয়াই পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান। বক্তব্য রাখেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব সাহার মিয়া, লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি নিজাম উদ্দিন, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খসরু, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই-এর সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব শাহ আখতার হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, রায়েরগ্রাম জামে মসজিদের মোতওয়াল্লি হাজী ইছরাইল আলী, পঞ্চায়েত কমিটির নির্বাহী সদস্য রিজ্জাদ আহমেদ ও রোটারিয়ান রাসেল মাহবুব, বিশিষ্ট মুরব্বি হাজী হাবিবুর রহমান হুরু মিয়া, সেলিম উদ্দিন, আলহাজ্ব আবুল মনসুর, মোস্তাকুর রহমান, আব্দুস সালাম গয়াস, গিয়াস উদ্দিন, লিয়াকত আলী, লোকমান আহমেদ, রূপল মাহমুদ, প্রকৌশলী শিপলু আহমেদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আহমেদ।বক্তারা সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি’র সম্মানজনক পদ ছেড়ে এলাকাবাসীর কল্যাণে নিজেকে নিবেদিত করার মহৎ উদ্দেশ্যে এডভোকেট মুমিনুর রহমান টিটু সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণাকে সাধুবাদ জানান। তারা এডভোকেট টিটোকে একজন সুযোগ্য প্রার্থী উল্লেখ করে বলেন, জনসেবায় আপনাদের পরিবারের অতীত সুনাম রয়েছে, আশা করি নির্বাচিত হলে পারিবারিক ঐতিহ্যের এই ধারাবাহিকতা বজায় রাখবেন।এডভোকেট মুমিনুর রহমান টিটু নির্বাচনী প্রচারাভিযানসহ নির্বাচনের সকল কর্মকান্ডে পুরো ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতার প্রত্যাশা করে বলেন, আমি নির্বাচিত হলে নিকট অতীতে উন্নয়নবঞ্চিত এই নবগঠিত ওয়ার্ডের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। তিনি বলেন, প্রতিশ্রুতি রক্ষার্থে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং আপনাদের আমানতের মর্যাদা দিতে কখনও কার্পণ্য করবো না।