৪ নভেম্বর থেকে মাসব্যাপী ‘সিজন অব বাংলা ড্রামা’
সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক
সত্যবাণী
লন্ডন, ৩১ অক্টোবর: শুরু হচ্ছে বিলেতে বাংলাদেশিদের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বৃহত্তম আয়োজন ‘সিজন অব বাংলা ড্রামা’। ৪ নভেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ব্রাডি আর্ট সেন্টারে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে শুরু হবে মাসব্যাপী বাংলা নাটক মঞ্চায়নের এই মৌসুম। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন ভেন্যুতে নানা আয়োজনে উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
এবারের আয়োজন মূল প্রতিপাদ্য- ‘মতপ্রকাশের স্বাধীনতা’ এবং ‘আত্মপরিচয়’ (‘ফ্রিডম অব স্পীস’ অ্যান্ড ‘সেল্প আইডেনটিটি’)।বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা অংশ নেবেন মঙ্গের পরিবেশনায়। মঞ্চ নাটক, গীতি নাট্য ও নৃত্য নাট্যের মাধ্যমে তুলে ধরা হবে মতপ্রকাশের স্বাধীনতা এবং আত্মপরিচয়ের গুরুত্ব ও নানা সংগ্রামের কথা। বাংলা ও বাংলাদেশিদের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরে থাকবে বেশ কয়েকটি পরিবেশনা।
দীর্ঘ প্রায় দুই দশক ধরে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নভেম্বর মাসব্যাপী ‘সিজন অব বাংলা ড্রামা’র আয়োজন করে আসছে। টাওয়ার হ্যামলেটসে ২০০৩ সালে শুরু হওয়া বাংলা নাট্যোৎসবের এটি ১৯ তম আয়োজন।
মঞ্চ নাটকের পাশাপাশি গানে, গল্পে, কবিতায় ও আলোচনায় তুলে ধরা হবে জীবন সংগ্রামের গল্প।
৪ নভেম্বর, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ৭টায়। এদিন ব্রাডি আর্ট সেন্টারে ‘সিজনাল হিউ’ গীতি নাট্য পরিবেশন সুচিশ্মিতা গাঙ্গুলি ড্যান্স কোম্পানি। পরদিন ৫ নভেম্বর একই মঞ্চে ‘ডেথ অব এন অরেঞ্জ’ পরিবেশন করবে মুকুল অ্যান্ড ঘেটু টাইগার্স।
৬ নভেম্বর ব্রাডি আর্ট সেন্টারে দুপুর ১২টা থেকে মহিলা অঙ্গণ পরিবেশন করেবে ‘সানডে ইজ শাড়ী ডে’। বিকালে বাংলাদেশ উদীসী শিল্পগোষ্ঠী ইউকে সংসদ মঞ্চায়ন করবে ‘অজ্ঞাতনামা’। এদিন কবি নজরুল সেন্টারে মুকুল এন্ড ঘেটু টাইগার্স পরিবেশন করবে ‘রিডিং’। ৮ নভেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে মতপ্রকাশের স্বাধীনতা ও আত্মপরিচয় নিয়ে লেকচার। এটি অনুষ্ঠিত হবে বিকাল ৩টা ৩০ থেকে এস্টোন পিন্টার স্টুডিওতে। ৯ থেকে ১২ নভেম্বর কুইনমেরি ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘সার্কাস’ পরিবেশন করবে মার্বেল সিনিউ। ১১ নভেম্বর ব্রাডি আর্ট সেন্টারে সুফি সুপ পরিবেশন করবে ‘হাউ টু মেক রাইস’। একই ভেন্যুতে ১২ নভেম্বর মঞ্চায়ন হবে আয়না আর্টসের ‘টেলিগ্রাম’। ১৩ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে ওয়াও ক্রিয়েটিভ আর্টস পরিবেশন করবে ‘এ কিউরিয়াস জার্নি থ্রু দ্য গোল্ডেন এইজ’। একইদিন ব্রিটিশ বাইলেঙ্গুয়াল পয়েট্রি কালেকটিভ পরিবেশন করবে ‘টকিং প্রাইড ইন হিস্টোরি’। এস্ট্রোন পিন্টার স্টুডিওতে এ আয়োজন অনুষ্ঠিত হবে বিকাল ৬টা থেকে। ১২ নভেম্বর থিয়েটার শৈশবের আয়োজনে বেঙ্গলি পয়েট্রি ওয়ার্কশপ। স্বাধীনতা ট্রাস্টের আয়োজনে ১৫ নভেম্বর দুপুর ২টায় আলতাব আলী পার্ক থেকে শুরু হবে ‘বেঙ্গলি হিস্টোরি ওয়াক’। দি স্পেইস থিয়েটারে ১৫ ও ১৬ নভেম্বর হবে পূর্বানাটের পরিবেশনা ‘সেক্টর ১২’। ব্রাডি আর্টস সেন্টারে তাল তরঙ্গ পরিবেশন করবে ‘একুশে গল্প’। ১৯ নভেম্বর এস্ট্রোন পিন্টার্স স্টুডিওতে পিয়ার আলীর ভাঙ্গা মুখ। পরিবেশন করবে বাংলা কানেকশান। একইদিন ব্রাডি আর্টস সেন্টারে ‘আটই ফাল্গুন’ (২১ ফেব্রুয়ারি) পরিবেশন করবে ডকল্যান্ডিস থিয়েটার কোম্পানি। ২০ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে ম্যাসেজ কালটার গ্রুপের পরিবেশনা ‘এ ব্রোকেন ড্রিম’। ২৬ নভেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকের পরিবেশনা ‘দি লাভ সংস’। এটিও হবে ব্রাডি আর্টস সেন্টারে। আর ২৭ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে মাসব্যাপী এই উৎসবের শেষ পরিবেশনা ‘বাংলিশ’। এটি পরিবেশন করবে ট্রিওআর্টস প্রেজেন্টস। এর পাশাপাশি ব্রাডি আর্টস সেন্টারে থাকছে এস এম আসাদের মাসব্যাপী একক চিত্র প্রদর্শণী। ১ থেকে ১৫ নভেম্বর কবি নজরুল সেন্টারে ‘ক্রিয়েটিভ মেমোরি’ শীর্ষক প্রদর্শণী।
এছাড়াও ১৫ নভেম্বর দ্য ঐতিহ্য জো কালেকটিভের আয়োজনে প্যানেল ডিসকাশন: দ্য রোল অব আর্টস অ্যান্ড ক্রাফটস ইন স্ট্যাবলিশিং কালচার। ১৬ নভেম্বর রেস্টলেস বিংয়ের আয়োজনে ‘বিদ্রোহী’, ১৭ নভেম্বর ব্রিটবাংলার আয়োজনে ‘আমি বেঙ্গলি: ফ্রম এ ফিমেইল পার্সেপেক্টিভ’, ২০ নভেম্বর আর্টস উইথআউট বর্ডারের আয়োজনে ‘ইউজ ইউর ওয়ার্ডস’ এবং ২২ নভেম্বর টামারাইন্ড থিয়েটার কোম্পানির আয়োজনে অপেন ড্রেস রিহার্সাল: লেজেন্ড অব দ্য ব্লেক লোটাস পরিবেশিত হবে।
মঞ্চ নাটকের আয়োজনগুলো শুরু হবে বিকাল সাড়ে ৭টায়। আর ডোর অপেন ৭টা থেকে। কিছু আয়োজন বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে। স্বল্পমূল্যে পাওয়া যাবে বাকী আয়োজনের টিকিট। শো শুরু হওয়ার আগে ডোর থেকে টিকিট কেনা যাবে।