৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ বানিয়াচং উপজেলার নির্বাচনী মাঠে আ’লীগের ৩ মুখ

সত্যবাণী
সিলেট অফিসঃ তফসিল ঘোষণার আগেই নির্বাচনী কাজে নেমে পড়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে ৩ জনের নাম জোরেশোরে আলোচনায় উঠছে।
এদিকে, রাজনৈতিক দলের সূত্র বলছে, ক্ষমতাসীন আ’লীগ এবার তাদের দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ায় আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব প্রার্থীতা ঘোষণা করতে পারেন। কিন্তু এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের কোনো নেতা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেননি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বানিয়াচংয়ে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
বানিয়াচং থেকে সংবাদদাতা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মূল আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। এই ৩ জনের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আমির হোসেন মাস্টার জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ৬ বার আ’লীগের মনোনয়ন চেয়েও পাননি। তবে দলের জন্য নিবেদিত তিনি। এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন। এরআগে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় স্থানে ছিলেন। এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ভোটারদের মন জয় করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মো. আবুল কাশেম চৌধুরী সাবেক ২ বারের ইউপি চেয়ারম্যান। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বেশ জনপ্রিয়তা নিয়ে নৌকা প্রতীকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন। তিনিও এবার নির্বাচনের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে দলীয় নেতাকর্মীরা এবার ভিন্ন ভিন্ন প্রার্থীর পক্ষে চোখে পড়ার মত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবুল কাশেম চৌধুরী ভোটারদের সমর্থন আদায়ে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।
অন্যদিকে, জনপ্রিয়তার দিক থেকে এবার ব্যাপকভাবে আলোচিত নাম ইকবাল হোসেন খান। তাঁর জনপ্রিয়তা আ’লীগের বড় অংশসহ সকল পর্যায়ের মানুষের কাছে। ইকবাল হোসেন খান ২০০৩ সাল থেকে ইউপি চেয়ারম্যান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব পালনের পুরো সময় জনগণের সাথে থাকায় জনপ্রিয় ছিলেন। রয়েছে পারিবারিক ও গোষ্ঠীগত আলাদা ভোট ব্যাংক। ইকবাল হোসেন খান বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রার্থীরা একেকদিন একেক এলাকায় উঠান বৈঠক করে যাচ্ছেন। নির্বাচনের ক্ষণ এগিয়ে আসার সাথে সাথে সরগরম হয়ে উঠছে প্রচারণার মাঠ। চায়ের দোকান, রেস্টুরেন্টসহ সর্বত্র ৩ হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী নিয়ে আলোচনা।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪ ধাপের ১ম দফায় ৪ মে, ২য় দফায় ১১ মে, ৩য় দফায় ১৮ মে ও ৪র্থ দফায় ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৭১০জন।

You might also like