৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ বালাগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ-প্রচারণা শুরু
সিলেট অফিস
সত্যবাণী
বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর প্রতীক পেয়েই ভোটের মাঠে জোর প্রচারণায় নেমেছেন সকল প্রার্থী।
বালাগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ১৩ মে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর পেয়েছেন কাপ-পিরিছ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার প্রতীক আনারস, বর্তমান ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আছগরে প্রতীক বৈদ্যুতিক বাল্ব, মুস্তাক উদ্দিন আহমদ পেয়েছেন চশমা, মো.মশাহিদ আলী তালা ও নুরে আলম পেয়েছেন মাইক প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি’র প্রতীক ফুটবল এবং অর্পনা রানী দেব কলস প্রতীক পেয়ছেন।
এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ইতিমধ্যেই শুরু করেছেন গণসংযোগ ও পথসভা।
উল্লেখ্য, আগামী ২৯ মে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মাজার জিয়ারত দিয়ে আনহার মিয়ার প্রচারণা শুরু
এদিকে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার, ১২ টায় হযরত শাহপরান (রহ.) মাজার এবং ৩ টায় আল্লামা গহরপুরী (রহ.) মাজার জিয়ারত করেন।
এরপর তিনি দেওয়ানবাজার ইউনিয়নের মাদ্রাসাবাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। বিকেল ৫ টায় বালাগঞ্জ বাজারস্থ নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করেন তিনি।