৬০০ মিলিয়ন পাউন্ডের করোনা লটারি ছাড়ছে ব্রিটেন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ব্রিটেনের জাতীয় লটারি থেকে আয় এবার করোনাভাইরাস তহবিলে ব্যবহৃত হবে। লকডাউনে থাকলেও ব্রিটিশ নাগরিকরা এখন লটারি কিনেও করোনা প্রতিরোধে আর্থিকভাবে অংশ নিতে পারবেন। স্টার ইউকেআগামী কয়েকমাস ধরে এ লটারি বিতরণ করা হবে এবং করোনা প্রতিরোধ কর্মসূচিতে অর্জিত অর্থ ব্যয় করা হবে।লটারি কর্তৃপক্ষ আরো ৪০ হাজার পাউন্ড সহায়তা পেয়েছে যা প্রত্যন্ত অঞ্চলে লকডাউনে থাকা মানুষের সাহায্যে ব্যয় করা হবে।
এছাড়া মার্থার টিডফিল টিন কম্যুনিটি হাব আরো ২১ হাজার পাউন্ড ব্রিটেনের জাতীয় লটারি কর্তৃপক্ষকে দিয়েছে। বয়স্ক মানুষকে সহায়তা ছাড়াও তাদের খাবার ক্রয় ও বিভিন্ন অস্বচ্ছল পরিবারকে এ অর্থ দান করা হবে।৮৩ বছরের ক্রিস মার্ফি যিনি একাকি বাস করেন তিনি জানান লটারি কর্তৃপক্ষ তার নিয়মিত খোঁজ খবর নেয়। বন্ধুদের সঙ্গে যোগাযোগে সাহায্য করে। ৭৫ বছরের জিয়ান জোন্স বলেন বিভিন্ন ইভেন্টের মাধ্যমে লটারি কর্তৃপক্ষ আমাদের একে অপরের সঙ্গে দেখা করার এক বিরাট সুযোগ সৃষ্টি করে।ব্রিটেনের ডিজিটাল, কালচার, মিডিয়া ও স্পোর্টস মন্ত্রী অলিভার ডোডেন জানান, ১৯৯৪ সালে যাত্রা শুরু করার পর লটারি কর্তৃপক্ষ এ পর্যন্ত ৪০ বিলিয়ন পাউন্ডের বেশি খাদ্য সহায়তা দিয়েছে। করোনার এই সংকটকে মানুষকে কিভাবে চাঙ্গা রাখা যায় সেদিকেও খেয়াল রাখছে এর আয়োজকরা।