অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ স্লোগান নিয়ে লন্ডন যুক্তরাজ্য যুবলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডন: মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ,করিডোরের নামে দেশ বিক্রির ষঢ়যন্ত্র, দেশব্যাপী আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মিদের বেআইনী গ্রেফতার, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্টান লুণ্ঠন, অগ্নি সংযোগ, মব কিলিং,সেন্ট মার্টিন দ্বীপ ও চট্রগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে ‘‘অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ‘‘ শ্লোগান নিয়ে লন্ডনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাজ্য যুবলীগ। ১৮মে ২০২৫ রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতাকর্মি ছাড়াও দলমত নির্বিশেষে শত শত প্রবাসী বাংলাদেশী এই সমাবেশ অংশ নেন।

যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান (হাবিব),যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগ নেতা আফজল হোসেন, জামাল আহমদ খান, দেলোয়ার হোসেন লিটন, ফয়েজুর রহমান ফয়েজ , জুবায়ের আহমদ, খালেদ আহমদ শাহিন প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন দেশ ও জাতি আজ মহা সংকটে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন। অবৈধ ভাবে ক্ষমতা দখলকারী ইউনুস ও তার দোষর স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম ও জঙ্গিগোষ্টী বাংলাদেশকে নতুন করে পাকিস্তান বানানোর ষঢ়যন্ত্র করছে। ৩০লক্ষ শহীদের রক্তে কেনা স্বাধীনতা রক্ষয় আমাদের সকলকে আবার যুদ্ধ করতে হবে। ১৯৭১ সালে পাকিস্তানীদের হটিয়ে যে ভাবে আমরা দেশের মাটিকে শত্রু মুক্ত করেছিলাম ঠিক সেই ভাবে অবৈধ দলখলের হাত থেকে মুক্ত করতে হবে।

You might also like