অস্তিত্বের প্রতিধ্বনি: তারেক আমিনের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী লন্ডনে উদ্বোধন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: খ্যাতিমান বাংলাদেশি ছাপচিত্রশিল্পী তারেক আমিনের দ্বিতীয় একক প্রদর্শনী “অস্তিত্বের প্রতিধ্বনি”লন্ডনের মর্যাদাপূর্ণ স্পিটালফিল্ডস স্টুডিওস গ্যালারিতে উদ্বোধন হতে যাচ্ছে।এই প্রদর্শনী ২০ জুন ২০২৫ তারিখে শুরু হয়ে চলবে ২৭ জুন ২০২৫ পর্যন্ত।নিজস্ব আবেগময় চিত্রভাষা এবং নৈপুণ্যময় কারিগরির জন্য সমাদৃত,তারেক আমিন বাংলাদেশের সমকালীন শিল্পজগতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।“অস্তিত্বের প্রতিধ্বনি” প্রদর্শনীতে ৬০টিরও বেশি শিল্পকর্মের সমাহার থাকবে,যেখানে কাঠছাপ,স্কেচ, এক্রিলিক ও এচিং সহ বিভিন্ন মাধ্যমে শিল্পীর সৃজনশীল অনুসন্ধান প্রতিফলিত হবে।এই প্রদর্শনী দর্শকদেরকে জীবনের ক্ষণিকতা এবং শিল্পীর কাজের ভেতর নিহিত বহুমাত্রিক গল্পগুলো উপলব্ধির আহ্বান জানায়। ছাপচিত্রে তারেকের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি এবং সাহসী ও পরীক্ষামূলক প্রযুক্তির ব্যবহার মানুষের অভিজ্ঞতা,স্মৃতি এবং পরিচয়ের গভীর প্রতিফলন তুলে ধরে।

You might also like