আন্তর্জাতিক নৃত্য দিবসে আলতাব আলী পার্কে নৃফাবা’র সাংস্কৃতিক অনুষ্ঠান
শুদ্ধ নৃত্যের জয় হোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: নৃত্য দিবস নৃত্যের সার্বজনীন ভাষা উদযাপন এবং নৃত্যকে অনুপ্রাণিত করার একটি দিন। এবারের প্রতিবাদ্য বিষয় ‘শুদ্ধ নৃত্যের জয় হোক’ । ১৯৮২ সালের ২৯ এপ্রিল আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (ITI), আন্তর্জাতিক নৃত্য দিবস প্রতিষ্ঠা করে। এই দিবসের শুরু হয়েছিলো আধুনিক ব্যালে-র জনক জঁ-জর্জেস নোভেরের জন্মদিনকে সম্মান জানাতে। তাই এ দিবসকে সামনে রেখে নৃত্যশিল্পী ফাউন্ডেশন এর আয়োজনে আলতাব আলী পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। যুক্তরাজ্য শাখা নৃফাবা ইউকে ২৬শে এপ্রিল বিলেতের বাংলাদেশিদের মিলনস্থল পূর্ব লন্ডনের টাওয়ার হামলেটস – এর আলতাব আলী পার্কে প্রথমবারের মতো একটি নৃত্য সমাবেশের মাধ্যমে নৃফাবা ইউকে’র শুভ সূচনা করেছে। গত বছর ২৭ মে এই শাখার পরিকল্পনা শুরু হয়েছিল।
নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি কিংবদন্তি নৃত্যশিল্পী নৃত্যসারথি লায়লা হাসানের উদ্যোগে এই বছর ২৬শে এপ্রিল তার বাস্তবায়ন ঘটলো।
নৃফাবা ইউকের সভাপতি রুবাইয়াত শারমিন ঝরা গর্বের সাথে বলেন, ধীরে ধীরে টরণটো, আমেরিকা’র পাশাপাশি ইউকেতেও নৃফাবা ইউকে এর একটি শাখার আনুষ্ঠানিকভাবে জন্ম হলো। আর সে আয়োজনে লন্ডনের প্রতিভাবান ও স্বনামধন্য নৃত্যশিল্পীরা রং বেরঙের পোশাক পরে আলতাব আলী পার্কের চারদিকে একটি শোভাযাত্রার মাধ্যমে এই আয়োজনের সূচনা করে। শোভাযাত্রার পর সকল নৃত্যশিল্পী এবং সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই আয়োজনে আলতাব আলী পার্কের স্মৃতিস্তম্ভের সামনে বিলেতের নৃত্য শিল্পীরা নৃত্যের বিভিন্ন ধারা প্রদর্শন করে।
উক্ত অনুষ্ঠানে কাজী ফারহানা আকতার পরিবেশনা করেন রাবিন্দ্রিক নৃত্য, সোনিয়া সুলতানা ও মনিরুল ইসলাম মুকুল আঞ্চলিক নৃত্য বাংলাদেশের ঢোল এবং সেমি ক্লাসিক্যাল নৃত্য রুবাইয়াত শারমিন ঝরা ও গঙ্গা রায় উপজাতীয় নৃত্য নীহারিকা ভৌমিক কত্থক ও মণিপুরি নৃত্যের মিশ্রণ, শেখ কাদের আঞ্চলিক নৃত্য, মেহবুবা লিথি নজরুল সঙ্গীতের সাথে সাধারণ নৃত্য, রশিদ লাবু পরিবেশনা করেন লোক নৃত্য পরিবেশন করেন।
সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ‘নাচ ময়ূরী নাচরে’ গানের সাথে সোহেল আহমেদের সাধারণ নৃত্যের মাধ্যমে, যেখানে সমবেত সকল নৃত্যশিল্পী অংশ নেন।
আকর্ষনীয় এই আয়োজন উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আলতাব আলী পার্কে এই ধরনের নৃত্যানুষঠানের আয়োজন বিলেতের মাটিতে এই প্রথম অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠান শেষে নৃত্য শিল্পীরা ঢাক ঢোল বাজিয়ে বাদ্যের তালে তালে নাচসহ শোভাযাত্রা সহকারে ব্রিকলেন পরিদর্শন করে। পথচারীদের মাঝে যেন এক আনন্দ উৎসবের জন্ম নিয়েছিল। তাঁরা গাড়ি থামিয়ে, রাস্তা আটকিয়ে শিল্পীদের সাথে আনন্দে মেতে উঠেছিলেন। নৃফাবা ইউকের সভাপতি বলেন, ‘আমি এ দেশে আছি ২৫ বছর ধরে কিন্তু সকল নৃত্যশিল্পীদের সমন্বয়ে এরকম আয়োজন কখনো দেখিনি’। এ আয়োজনে ট্রিওআর্টস, সোনিয়ায ফিউশন, আপনঘর এবং বুলবুল একাডেমী অব ফাইন আর্টস ইউকে ছাড়াও অভিনেত্রী রুকসানা হাসি সোনিয়া, বাদল রহমান, শায়লা শারমিন, রুমি হক, সাহাব আহমেদ বাচ্চু এবং কাউন্সিলার শাহিদ আলী’র সহযোগিতা’য় অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়েছে।
অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থণায় ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী রুবাইয়াত শারমিন ঝরা এবং আরো যারা নৃত্যে অংশগ্রহণ করেন তাঁরা হলেন মেহবুবা লিথি, সোহেল আহমেদ, মনিরুল ইসলাম মুকুল, সোনিয়া সুলতানা, কাজী ফারহানা আকতার, নীহারিকা ভৌমিক, শেখ কাদের জয়, রশিদ লাবু, গঙ্গা রায়I ‘শুদ্ধ নৃত্যের জয় হোক’ ছিলো এবছরের ইউকে নৃত্যশিল্পীদের পক্ষ থেকে নৃত্য দিবসের শ্লোগান।
নৃত্যশিল্প যে অন্যান্য শিল্পের মতো গুরুত্বপূর্ণ, এই কথাটি নৃত্যশিল্পীরা সংস্কৃতিমনা দর্শকদের আবারও মনে করিয়ে দেন। তাঁরা ছোট বড় আগ্রহী সকলকেই শুদ্ধ নৃত্য শিক্ষার প্রতি আহবান জানান। আগ্রহী শিক্ষার্থীদের নিম্নক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ সভাপতিঃ রুবাইয়াত শারমিন ঝরা নৃফাবা ইউকে,
বুলবুল একাডেমী অফ ফাইন আর্টস
ফোনঃ 07572436792, সেন্ট জর্জেস রোড, রেডব্রিজ, IG13PQ.