ইবাদত বন্দেগীতে সারা দেশে পালিত হলো পবিত্র শবে বরাত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ধর্মপ্রাণ মুসল্লীদের ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।পবিত্র শবে বরাত ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান করেন।এরপর রাত ৮টায় লাইলাতুল বারাআতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান।বায়তুল মুকাররমে রাতব্যাপী বিভিন্ন ওয়াজ মাহফিল, হামদ-নাতসহ ইবাদত বন্দেগি চলবে। ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।