ঈদুল আযহা উপলক্ষে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটস: ঈদুল আযহা উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বরার সকল কমিউনিটির নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।এক বিবৃতিতে নির্বাহী মেয়র বলেন,ঈদুল আযহা ত্যাগ,সহমর্মিতা এবং সম্প্রীতির মহান বার্তা বহন করে।এই পবিত্র উৎসব কেবল মুসলিম কমিউনিটির জন্যই নয়,বরং আমাদের বহুসংস্কৃতির টাওয়ার হ্যামলেটস পরিবারের সবার জন্য শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার সুযোগ এনে দেয়।তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে,ঈদের এই পবিত্র দিনগুলোতে আমরা যেন ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখি এবং যাদের পাশে দাঁড়ানো প্রয়োজন,তাদের পাশে দাঁড়াতে যেন পিছপা না হই।নির্বাহী মেয়র আরও বলেন,টাওয়ার হ্যামলেটসের সকল বাসিন্দার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আরও অন্তর্ভুক্তিমূলক,সহিষ্ণু ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।ঈদের সুমহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল কমিউনিটির শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য জনপদ ‘এক টাওয়ার হ্যামলেটস্’গড়ার সামগ্রিক প্রচেষ্টায় সামিল হতে” নির্বাহী মেয়র লুৎফুর রহমান বারার প্রতিটি বাসিন্দার প্রতি আহ্বান জানান।তিনি ঈদ উপলক্ষে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং টাওয়ার হ্যামলেটসের সকল নাগরিকের জন্য সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

You might also like