একটি দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তিনি বলেন, তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। দলটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তনায়নের কথা বলেছে। কিন্তু সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এটি জারির কোনো অধিকার নেই। এই এখতিয়ার কেবল রাষ্ট্রপতির রয়েছে।আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান : তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাব আবেগতাড়িত, সরকারের এখতিয়ার এখানে সীমাবদ্ধ এবং প্রজ্ঞাপন জারি করা ছাড়া কিছু করা সম্ভব নয়।তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের ক্ষেত্রে দলীয় স্বার্থ প্রাধান্য পাওয়া উচিত নয়। নির্বাচন উপলক্ষে গণভোট আয়োজনের প্রস্তাবও বিএনপিই দিয়েছে। এই প্রস্তাবে দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই একমত হয়েছে।সালাহউদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর জনগণের মতামত নেওয়া হবে। জাতীয় নির্বাচনের একই দিনে সনদের পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ হবে।সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার সরকারের নেই এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন বা আদালতের দ্বারস্থ হওয়া প্রয়োজন হতে পারেও বলে জানান তিনি।এছাড়াও তিনি উল্লেখ করেন, জনগণ রায় দিলে কাগুজে আদেশ হবে, প্রজ্ঞাপনের গুরুত্ব সীমিত এবং অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানসিক সংস্কারও অপরিহার্য। অন্যথায় সংস্কারকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না।

You might also like