একসাথে সবুজ টাওয়ার হ্যামলেটস গড়ে তুলুন: যোগ দিন ক্লাইমেট অ্যালায়েন্সে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটস: টাওয়ার হ্যামলেটস ক্লাইমেট অ্যালায়েন্স” নামে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নতুন এক বরো-ব্যাপী উদ্যোগের সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় প্রতিষ্ঠান,ব্যবসা ও কমিউনিটি গুলোকে একত্রিত করে সমন্বিত এবং পরিমাপযোগ্য জলবায়ু কার্যক্রম পরিচালনা করা।যে কোনো প্রতিষ্ঠান, যারা ইতিমধ্যেই টেকসই উন্নয়নের পথে নেতৃত্ব দিচ্ছে কিংবা এখনই এই যাত্রা শুরু করছে, তারা এই অ্যালায়েন্সের মাধ্যমে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং যৌথ পদক্ষেপের সুযোগ পাবে। ক্লাইমেট অ্যালায়েন্সে যোগদান সম্পূর্ণ ফ্রি।এই অ্যালায়েন্স টাওয়ার হ্যামলেটসের মধ্যে একটি দৃশ্যমান ও ক্রমবর্ধমান আন্দোলনের সূচনা করবে, যা স্থানীয় পর্যায়ে জলবায়ু সংকট মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কেবল নিজেদের পরিবেশগত দায়বদ্ধতা বাড়াবেই না, বরং একে অপরের সঙ্গে সহযোগিতা করে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারবে।
অ্যালায়েন্সের সদস্যরা জলবায়ু কর্মে প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে স্বীকৃতি পাবে এবং বরো-ব্যাপী ইভেন্ট ও জলবায়ু প্রচারণায় অংশ নেওয়ার আমন্ত্রণ পাবে। এছাড়াও, তাদের কাজ কেইস স্টাডি, সংবাদ প্রকাশনা ও অন্যান্য মাধ্যমে প্রদর্শিত হবে। যৌথ প্রকল্প ও তহবিলের সুযোগও থাকবে সদস্যদের জন্য।সদস্যপদ উন্মুক্ত ও ফ্রি ক্লাইমেট অ্যালায়েন্সে সদস্যপদ সব ধরনের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত – ব্যবসা প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ, শিক্ষা প্রতিষ্ঠান, হাউজিং অ্যাসোসিয়েশন, চ্যারিটি এবং সরকারি সংস্থা সকলেই সদস্য হতে পারবে।সদস্য হতে কোনো বিশেষ জলবায়ু বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই; শুধু উদ্যোগী মানসিকতা এবং পদক্ষেপ নেওয়ার ইচ্ছাই যথেষ্ট।যোগ দিতে আগ্রহীরা অনলাইনে (www.towerhamlets.gov.uk/lgnl/