এক মোটরসাইকেলে ৪ আরোহী, ট্রাকের ধাক্কায় দুজন নিহত
নিউজ ডেস্ক
সত্যবাণী
গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।বৃহস্পতিবার ( ১ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবন (২১) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)।
আহতরা হলেন- একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২), বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিত (২৩)।স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে আসা একটি মোটরসাইকেলে চড়ে চার বন্ধু পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে পৌঁছেলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজন ছিটকে পড়ে যায়। এ সময় ধাক্কা মারা ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।অন্য দুজন গুরুতর আহত হয়েছেন।এ বিষয়ে পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।