এতিম,প্রতিব‌ন্ধিদের মা‌ঝে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন‌ের গোশত বিতরণ

শ‌হিদুল ইসলাম
সত্যবাণী

সি‌লেট-চট্টগ্রামঃ প‌বিত্র ঈদুল আযহা উপল‌ক্ষে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন এর উদ্যো‌গে ৮ জুন ২০২৫,র‌বিবার সি‌লেট দ‌ক্ষিণ সুরমা উপ‌জেলার মোগলাবাজা‌র, জালালপুর,দাউদপু‌রের এতিম,প্রতিব‌ন্ধি অসহায়‌ গ‌রিবদের মা‌ঝে কোরবা‌নি গোশত বিতরণ করা হয়ে‌ছে।উক্ত বিতর‌ণে সভাপ‌ত্বি ক‌রেন সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃশ‌হিদুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ফাউ‌ন্ডেশনের মোঃ নজমুল ইসলাম মুন্না, সি‌নিয়র সদস‌্য মোছাঃ সুলতানা জান্নাত, অত্র এলাকার মুর‌ব্বি আপ্তাব আলী, নিজাম আহমদ, ছা‌লেহ আহমদ,শিপন আহমদ, খোকন আহমদ,মোঃ হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার প্রমুখ।

শহিদুল ইসলাম ব‌লেন, গত বছ‌রের ন‌্যায় এবা‌রের পবিত্র ঈদুল আযহা উপল‌ক্ষে সম্মা‌নিত দাতা সদস‌্যদের স‌হযো‌গিতায় আমরা কোরবা‌নি গোশত বিতরণ করছি। ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থে‌কে আমরা মানবিক কার্যক্রম সম্পন্ন করেছি।সেইসব মানবিক দাতা সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের পরিবারের সকল সদস্যদের সুস্থতা,দোয়া ও নেক হায়াত কামনা করছি।উল্লেখ্য,মোঃ শহিদুল ইসলাম আর্তমানবতার সেবায় সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন সেই থেকে দেশের বিভিন্ন দুর্যোগময় সময় অসহায় দুস্থদের সাহায্য করে আসছে এবং সিলেট ও চট্টগ্রামের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে আসছে।

You might also like