এবারে বন্যায় মৌলভীবাজারের কৃষিসেক্টরে ক্ষতি ১০০ কোটি টাকার ওপরে
সিলেট অফিস
সত্যবাণী
এবারের বন্যায় মৌলভীবাজারের মৎস্য ও কৃষিখাতে ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, ১৩ জুলাই শনিবার সকালে জেলার কিছু স্থানে বন্যার পানি কমলে দৃশ্যমান হয় ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে এখনো হাওর ও জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
ক্ষতিগ্রস্ত কমলগঞ্জের ফেইথ এগ্রোর ম্যানেজার ইকরামুল ইসলাম বলেন, কয়েকবারের বন্যায় আমাদের ৪৫ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাছ চাষী নজরুল ইসলাম বলেন, বন্যায় আমার পুকুরের প্রায় ৩৫ লাখ টাকার মাছ ও পোনা নষ্ট হয়ে গেছে। এছাড়া জেলার অনেক মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ বলেন, কয়েকবারের বন্যায় প্রায় ৩০ হাজার কৃষকের ৫১৬২ হেক্টর জমির আউশ ধান ও ১০৫৪ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে। টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৯৫ কোটি ৫ লাখ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী বলেন, বন্যায় ৭১৮টি পুকুর ও দিঘীর প্রায় ২২২ টন মাছ ও ৭১ লাখ পোনা নষ্ট হয়ে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।