করোনায় ব্রিটেনে বিয়ে বিচ্ছেদ বেড়েছে ৪০ শতাংশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনাভাইরাসের মহামারির সময়ে ব্রিটেনে বিবাহ বিচ্ছেদের জন্য আইনজীবদের সাথে যোগাযোগ বেড়েছে ৪০ শতাংশ দম্পতির।ল’ফার্মগুলোর দেয়া তথ্যে রিপোর্ট করেছে স্কাই নিউজ।কো-অপ্ট লিগ্যাল সার্ভিসেস জানিয়েছে ২০১৯ সালের ২৩ মার্চ থেকে ১৫ মে’র মধ্যে যে পরিমান বিবাহ বিচ্ছেদের জন্য আগ্রহী ছিলেন দম্পতিরা।এ বছর করোনাভাইরাস মহামারিকালিন সময়ে এই অনুসন্ধান ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।তারা বলছেন, লকডাউনের সময় দম্পতিরা একসঙ্গে অতিরিক্ত সময় এক সাথে থাকার কারনে কোন কোন পরিবারে সমস্যার সৃস্টি হয়েছে। আবার বহু পরিবার এক সাথে মধুর সময় অতিবাহিত করছেন।সাধারণত ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ বাড়ে ক্রিসমাসের পর অর্থাৎ জানুয়ারী মাসে। কিন্তু এ বছর কভিড ১৯ জনিত কারনে মার্চ থেকে মে মাসে বিবাহ বিচ্ছেদের আগ্রহ সৃস্টি হয়েছে অনেক দম্পতির মধ্যে।

You might also like