কানাডায় নির্বাচন: প্রধানমন্ত্রী লিবারেল পার্টির মার্ক কার্নি
নিউজ ডেস্ক
সত্যবাণী
কানাডা: উত্তর আমেরিকার দেশ কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি।এর ফলে দেশটির প্রধানমন্ত্রীর পদে থাকছেন লিবারেল পার্টির প্রধান মার্ক কার্নি।মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।এর আগে সোমবার (২৮ এপ্রিল) দেশটিতে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে দখল তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা নির্বাচনের আগে দেশটিতে প্রধান বিষয় হয়ে উঠেছিল।
দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা সিবিসি এবং সিটিভি নিউজ জানিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের ৩৪৩ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে।এর ফলে,লিবারেলরা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়।আর এই ফলাফলে লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি প্রধানমন্ত্রীর পদে থাকছেন।বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ্রে চেয়েছিলেন এই নির্বাচনকে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা পতনের ওপর একটি গণভোটে পরিণত করতে। ট্রুডোর এক দশকের শাসনকালে খাদ্য ও আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় তার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল।কিন্তু অর্থনীতিবিদ পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন।তবে এই ফলাফলের ভিত্তিতে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কি না,তা এখনও নিশ্চিত নয়।যদি না পান,তাহলে তাকে হয়তো ছোট কোনও দলের সহায়তা নিয়ে জোট সরকার গঠন করতে হবে।প্রসঙ্গত,ট্রাম্পের আক্রমণের পর জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন এবং মার্ক কার্নি লিবারেল পার্টির নেতা ও কানাডার প্রধানমন্ত্রী হন।জাস্টিন ট্রুডোর পর প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা মার্ক কার্নি ছয় সপ্তাহ আগে এই আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন।