কুয়েত থেকে আজও ফিরবেন ৩৪০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কুয়েত থেকে পৃথক দুটি ফ্লাইটে আজ দেশে ফিরেবেন আরও ৩৪০ জন বাংলাদেশি। বুধবার (১৩ মে) সন্ধ্যায় সন্ধ্যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।বিমানবন্দরে সূত্রে জানা যায়, জাজিয়া এয়ারলাইন্স ও কুয়েত এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ফেরানো হবে তাদের।

এদিকে মঙ্গলবার পৃথক দুটি ফ্লাইটে কুয়েত থেকে দেশে ফিরেছেন ৩০০ বাংলাদেশি। পর্যায়ক্রমে ১৬, ১৭, ২১ ও ২২শে মে যাত্রীদের ফেরার কথা রয়েছে। কুয়েত ফেরত কর্মীদের প্রত্যেককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নগদ ৫০০০ টাকা জরুরি সহায়তা দিচ্ছে।গত এপ্রিল মাসে কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দেশটির সরকার। ওই সাধারণ ক্ষমায় প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি নিবন্ধন করেছে। সাধারণ ক্ষমায় নিবন্ধনকৃত প্রবাসীদের বিমান টিকেট ও থাকা খাওয়া কুয়েত সরকার বহন করছে। এই সব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে যেতে পারবে।

You might also like