গোলাপগঞ্জে ৩ যুগ পর সাজাপ্রাপ্ত হত্যাকারী গ্রেপ্তার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হত্যার প্রায় ৩ যুগ পর গোলাপগঞ্জ থেকে হত্যাকারী মাসুক মিয়াকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুক মিয়া উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের করগাঁওয়ের চরণ মিয়ার ছেলে। হত্যাকান্ডের পর পরই খুনী দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এ গ্রেফতারের পর হত্যাকান্ডের শিকার একই গ্রামের হাছন আলীর ছেলে আব্দুস সালামের ছোট ভাই আবুল কালাম থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা জানান, আবুল কালাম খুব ছোটবেলা থেকেই জানতেন, তার ভাই আব্দুস সালামকে খুন করেছেন একই গ্রামের মাসুক মিয়া। হত্যাকা-ের পর দেশ ছেড়েছিলেন খুনি। দীর্ঘ ৩৩ বছর ভারত ও সৌদি আরবে লুকিয়ে কাটান। এরমধ্যে হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদ- হয়। কিন্তু দেশের সীমান্তের বাইরে থাকা মাসুক এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।বোরকা পরে বোনের কুলখানিতে অংশ নিতে এসে পুলিশের খাঁচায় বন্দী হন তিনি গত ১০ আগস্ট বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে। পরদিন শুক্রবার তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভাইয়ের খুনি গ্রেফতারের খবর জেনে শুক্রবার মিষ্টি নিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ছুটে আসেন আবুল কালাম। পুলিশ সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। এ সময় তার চোখে ছিল অশ্রু। তখন থানায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল।গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) সুমন কুমার সরকারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

You might also like