ঘোড়ার গোশত খাওয়া কি জায়েজ?
নিউজ ডেস্ক
সত্যবাণী: ফিকহের কিতাবে ঘোড়ার মাংস খাওয়াকে মাকরূহ বলা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে,ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হয়। তাই সাধারণভাবে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটবে।বর্তমানে জিহাদে ঘোড়ার ব্যবহার প্রায় নেই বললেই চলে।বিশেষ করে আমাদের দেশে তো নেই-ই।তাহলে ঘোড়ার মাংস খাওয়া বর্তমানে জায়েজ হবে কি? এ ব্যাপারে একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,ঘোড়া সম্মানিত হওয়ার কারণে তা খাওয়া মাকরুহ।সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।এমন প্রশ্নের উত্তরে আলেমরা বলেন,বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারে বন্ধও হয়ে যায়নি।তাই পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়।তাছাড়া হাদীস শরীফে এসেছে, হযরত খালিদ ইবনে ওলীদ রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মাংস নিষেধ করেছেন।(সুনানে নাসাঈ ৮/২০৬; সুনানে আবু দাউদ ২/৫৩১)